চিড়িয়াখানার প্রাণী উত্ত্যক্ত করলে জরিমানা, সংসদে বিল

চিড়িয়াখানার যেকোনো দর্শনার্থী প্রাণীদের বিরক্ত এবং আঘাত করলে জরিমানা বা কারাদণ্ডের বিধান রেখে প্রস্তাবিত চিড়িয়াখানা বিল-২০২৩ সংসদে উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশনে এ বিল উত্থাপন করা হয়।

এ ধরনের দর্শনার্থীদের কাছ থেকে ক্ষিপ্ত প্রাণীদের জন্য ২০০০ টাকা প্রশাসনিক ক্ষতিপূরণ আদায় করা ও তাদের দুই মাসের কারাদণ্ড এবং পূর্বানুমতি ছাড়া তাদের আহত বা খাবার দেওয়ার জন্য ৫০০০ টাকা জরিমানা ধার্য করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম বিলটি উত্থাপন করেন এবং পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ১৫ রমজান ‘শুক্রবার’ পৃথিবীতে হবে বিকট আওয়াজ! সত্যটা জানুন

বিলটি পাস হলে দেশের সব সরকারি চিড়িয়াখানা এর অধীনে পরিচালিত হবে। বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা একটি উপদেষ্টা কমিটির মাধ্যমে পরিচালিত হয়।

প্রস্তাবিত আইন অনুযায়ী, কোনো দর্শনার্থী এন্ট্রি ফি ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করলে তাকে প্রবেশ মূল্যের সমপরিমাণ টাকা নেয়া হবে।

অবস্থান বিবেচনায় ঐ ব্যক্তির কাছ থেকে ২০০০ টাকা ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে।

এ আইন পাশ হলে কোনো দর্শনার্থীর জন্য কোনো চিড়িয়াখানার কোনো প্রাণীকে কোনোভাবে আঘাত করা বা আহত করা বা কোনো কিউরেটরের নির্দেশ অমান্য করা বা অনুমতি ছাড়া খাবার দেওয়া অপরাধ হবে।

এ জন্য দুই মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অপরাধের বিচার করা যাবে।

ঢাকার অধিকাংশ মার্কেট ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

বিলটি বয়সজনিত শারীরিক অক্ষমতা বা সংক্রামক রোগের কারণে অন্য প্রাণীর জীবন বাঁচাতে বা জনস্বাস্থ্যের স্বার্থে একটি প্রাণীর অসহনীয় দুর্ভোগ রোধ করতে চিড়িয়াখানায় একটি প্রাণীর বেদনাহীন মৃত্যুর অনুমতি দেয়।

বিলে বলা হয়েছে, কোনো অবস্থাতেই নির্দিষ্ট কারণ ছাড়া একই প্রজাতির একই লিঙ্গের কোনো প্রাণীকে চিড়িয়াখানায় রাখা যাবে না।

ভেটেরিনারি অফিসারের নির্দেশনা ব্যতীত প্রাকৃতিক কারণে দলবদ্ধভাবে রাখা প্রাণী থেকে কোনো প্রাণীকে আলাদা বা একা রাখা যাবে না।

প্রাণীর প্রকৃতি বিবেচনা করে, এটিকে ন্যূনতম প্রাকৃতিক পরিবেশ বা সুবিধা সহ খাঁচায় আবদ্ধ বা মুক্ত রাখতে হবে। প্রাণীদের স্বাভাবিক আচরণ, পশু লালন-পালনের সঙ্গে জড়িত ব্যক্তি এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পশুর খাঁচার অবকাঠামো তৈরি করতে হবে।

বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো চিড়িয়াখানায় কোনো বিদেশি প্রজাতির বন্য প্রাণী কেনা, বিনিময়, উপহার দেওয়া বা অন্য কোনোভাবে সংগ্রহ করা যাবে না।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us