গাজায় রাতভর ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার গভীর রাত থেকে ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামে ওই অভিযান শুরু করে। হামলার পর গাজাজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Islami Bank

আরও পড়ুন…দীর্ঘ প্রতীক্ষার পর বেইজিংয়ে বৈঠকে বসছেন ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিত নেতানিয়াহু ‘তার দেশের শত্রুদের যেকোনো আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে’ শিরোনামে একটি বিবৃতি দিয়েছিলেন। সেই ঘোষণার পরই দেশটির সামরিক বাহিনী হামলা চালালো গাজায়।

গাজার বিভিন্ন বস্তুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হলো উত্তর গাজার বেইত হেনোন কৃষি জমি, গাজা শহরের দক্ষিণের দুটি এলাকা, শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বের কৃষি জমি এবং দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বের একটি এলাকা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় দুটি টানেল এবং দুটি অস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে যে হামাসের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করা হয়েছে। জবাবে গাজা থেকে রকেট ছোড়া হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

one pherma

আরও পড়ুন… কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে বাংলাদেশ-ফ্রান্সের সম্পর্ক

এই সপ্তাহে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর বারবার ইসরায়েলি হামলার ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এর আগে, বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলের দিকে ৩৪টি রকেট ছোড়ার ঘটনায় ২০০৬ সালের লেবানন-ইসরায়েল যুদ্ধের পর দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

ইবাংলা/এইচআর/৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us