ওটিটিতে ‘নগ্নতা-অশ্লীলতার’ অবসান চান ভাইজান

বিনোদন ডেস্কঃ

বিশেষজ্ঞরা বলছেন ওটিটিই ভবিষ্যত। তবে সালমানের মতে ওটিটি কিন্তু নব প্রজন্মের জন্য মোটেই ভালো নয়। সালমানের কথায়, মোবাইলের সাহায্যে নগ্নতা, যৌনতা খুবই সহজলভ্য! আমরা ভারতে বসবাস করি, কোনভাবেই দেশের সংস্কৃতি ভুলে যাওয়া উচিত নয়। সব কিছুর একটা সীমা আছে, তা অতিক্রম করা উচিত নয়, বলেছেন বলিউড অভিনেতা সালমান খান।

Islami Bank

আরও পড়ুন… জিজির কোমরে হাত রেখে সমালোচনার মুখে বনি

৬৮তম ফিল্মফেয়ার সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন সালমান খান। এ উপলক্ষে মুম্বাইয়ে এক সংবাদ সম্মলেনে এসে, ওটিটি নিয়ে নিজের মতামত জানানোর পাশাপাশি হিন্দি সিনেমার ‘মন্দা’ দশা এবং তরুণ প্রজন্মের সঙ্গে তাদের সময়ের অভিনেতার কাজের পার্থক্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন বলিউডের ‘ভাইজান’।

স্পষ্টই তিনি জানান, ওয়েব, ওটিটির মধ্যে দিয়ে নগ্নতা, যৌনতা ছড়িয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে ছোট ছোট ছেলেমেয়েদের ওপর। সালমান বলেন, এই মাধ্যমের জন্য একটি সেন্সর থাকা উচিত। অশ্লীলতা, যৌনতা, নগ্নতা, গালিগালাজ বন্ধ হওয়া উচিত। ফোনের মাধ্যমে অল্প বয়সের ছেলেমেয়েরা পড়াশোনোর বাহানায় আপনার এগুলো দেখবে।

one pherma

আরও পড়ুন… ঈদে মুক্তি পাচ্ছে না শাকিবের ‘আগুন’

এবার ফিল্মফেয়ারে সঞ্চলনা করবেন সালমান খান। সেই প্রসঙ্গেই ওয়েবের জন্য তৈরি হওয়া বিষয় নিয়ে প্রশ্ন তুললেন সালমান । তাঁর কথায়, ভারতের সংস্কৃতির সঙ্গে এসব নগ্নতা, যৌনতা, গালিগালাজ একেবারেই বেমানান।

ইবাংলা/এইচআর/৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us