কানাডায় বরফ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ

কানাডার জনবহুল দুই প্রদেশে বরফ ঝড় আঘাত হানার পর ধেয়ে আসা ঠাণ্ডা বৃষ্টি ও তুমুল বাতাস অসংখ্য গাছ উপড়ে ফেলার পাশাপাশি অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এছাড়া ক্যেবেকে ও অন্টারিওর পূর্বাঞ্চলে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Islami Bank

আরও পড়ুন… মিয়ানমারে ফের সহিংসতা, থাই সীমান্তে বহু মানুষ

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টার দিকেও ক্যেবেকের প্রায় ১০ লাখ মানুষ এবং অন্টারিওর এক লাখ ১০ হাজারের মতো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে। মন্ট্রিয়লের একটি আসন থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুর্যোগে বিপর্যস্ত প্রদেশ দু’টিতে প্রয়োজন পড়লে কেন্দ্রীয় সাহায্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

one pherma

সাংবাদিকদের তিনি বলেন, খুব কঠিন সময়, অনেকের বিদ্যুৎ নেই, গাছ ভেঙে পড়ে ভবন, গাড়ি আরও অনেককিছুর ক্ষতি করছে, অবশ্যই উদ্বেগ কাজ করছে। ক্যেবেকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মন্ট্রিয়লও আছে।

ইবাংলা/এইচআর/৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us