দিল্লিতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্কঃ

দিল্লি পিভিসি মার্কেটে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ২৫টি দমকলের ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। শনিবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Islami Bank

আরও পড়ুন… নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫০

শনিবার সকালে দিল্লির টিকরি কালান এলাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। এদিন ভোরে আচমকাই এই মার্কেটের একাংশে আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে মার্কেটের অন্য অংশেও।দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কয়েক কিলোমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ। আগুন দেখে ছুটে আসেন স্থানীয়রা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলকে। একে একে দমকলের একাধিক ইঞ্জিন আসে।

one pherma

অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ার কারনে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ‘কুলিং অপারেশন’ চলছে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

ইবাংলা/এইচআর/৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us