বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ৪৪

আন্তর্জাতিক ডেস্কঃ

নাইজার সীমান্তের কাছে উত্তর-পূর্ব বুরকিনা ফাসোর দুটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৮ এপ্রিল) একজন আঞ্চলিক গভর্নর এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উত্তর-পূর্ব বুরকিনা ফাসোতে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে কমপক্ষে ৪৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

Islami Bank

আরও পড়ুন… ইসরায়েলে গুলি-গাড়িচাপায় ১ জন নিহত

জানা যায়, সাহেল অঞ্চলের উত্তর-পূর্ব বুরকিনা ফাসোর কৌরাকাউ এবং টোন্ডোবি গ্রামে এই বর্বর হামলা চালিয়ে সন্ত্রাসীরা। অঞ্চলটি লেফটেন্যান্ট গভর্নর রোডলফ সোরগো এর তীব্র নিন্দা করেছেন। বন্দুকধারীরা কৌরাকাউতে ৩১ জন এবং টন্ডোবিতে ১৩ জনকে হত্যা করেছে। এ হামলা অনেক মানুষ আহত হয়েছেন।

one pherma

প্রতিশোধের জেরে এই হামলাটি চালানো হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তারা বলছেন, কয়েকদিন আগে গবাদি পশু চুরির চেষ্টায় ধরা পরার পর গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। এই হত্যার প্রতিশোধের জেরে সন্ত্রাসীগোষ্ঠী হামলাটি চালাতে পারে।

ইবাংলা/এইচআর/৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us