জামালপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ইবাংলা ডেস্কঃ

জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৯মার্চ) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন… ঈদুল উপলক্ষে বিআরটিসি’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

জানা যায়, পিকআপটি ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। আর ট্রাকটি দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। পরে গাড়ি দুটি জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, ভোরে মালঞ্চ এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন।

one pherma

আরও পড়ুন… নোয়াখালীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ওসি আরো বলেন, এখন পর্যন্ত নিহতদের নামপরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে পিকআপটির চালক রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ইবাংলা/এইচআর/৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us