ডিএনসিসি’র ছাদ বাগান প্রকল্প বাস্তবায়নে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছাদ বাগান প্রকল্প বাস্তবায়নে সচেতনতামুলক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

রোববার (৯ এপ্রিল) সকাল ১১ টায় মিরপুরের রুপনগরে টিপু গার্ডেনে এফওএ এর কারিগরি সহযোগিতায়, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে ও নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাদ বাগান তৈরিতে বিভিন্ন সচেতনতামুলক আলোচনা করা হয়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছাদ বাগান প্রকল্পের টিম লিডার শেফালী বেগম ছাদ বাগানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

 একটি ছাদ বাগান তৈরিতে শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।

one pherma

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রুপনগর থানার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজি ও মিরপুর মেট্রোপলিটন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শারমিন খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল মো. আমির হোসেন, শিক্ষক, সমাজসেবক, এনজিও কর্মকর্তা, ডিএনসিসির কর্মমকর্তাসহ রুপনগরের ছাদবাগানীরা।

উল্লেখ্য, ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর ও নারায়নগঞ্জ এ ৪ সিটিতে মোট ১৫০০ বাগানীকে প্রশিক্ষনের মাধ্যমে ছাদ বাগান তৈরিতে সহযোগিতা করা হয়েছে।

ইবাংলা/এইচআর/৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us