রিঙ্কুর মুখ পাঠান সিনেমার পোস্টারে ফটোশপ করলেন শাহরুখ!

বিনোদন ডেস্কঃ

ভীষণ খোশমেজাজে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ। রীতিমতো রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতা। তাই আইপিএলের তৃতীয় ম্যাচের জয়ের খুশিতে পাঠানের পোস্টারে রিঙ্কুর মুখ ফটোশপ করেছেন শাহরুখ নিজেই। ক্যাপশনে লিখেছেন, ঝুমে জো পাঠান। আইপিএলের ইতিহাসে এর আগে অনেক মনে রাখার মতো ইনিংস দেখা গিয়েছে।

Islami Bank

আরও পড়ুন… ভেঙে গেল টেইলর সুইফটের ছয় বছরের সম্পর্ক

কিন্তু গতকালের দিনটা টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে। নিশ্চিত হারের মুখ থেকে যেভাবে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে একাই কলকাতাকে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে দিলেন রিঙ্কু সিং সেটা কজন করতে পারে? শাহরুখ খান নিজে সোশ্যাল মিডিয়ায় তার হিট সিনেমা পাঠানের পোস্টারে নিজের জায়গায় রিংকুর মুখ লাগিয়েছেন।

আসলে শুধু শাহরুখ নন, তার ছেলে আরিয়ান, কন্যা সোহানা এবং বন্ধু শনায়া কাপুর পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রিংকুর জন্য গর্বিত। উত্তরপ্রদেশের এই ছেলে আজ ইতিহাস তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগের ইতিহাসে।

one pherma

তার প্রশংসা করছেন সবাই। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ থেকে প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালাম – আজ রিঙ্কুর মহিমায় মুগ্ধ সবাই। শাহরুখ গর্বিত হবেন সেটাই স্বাভাবিক। তিন দিন আগে কলকাতায় বিরাট কোহলির দলকে হারানোর পর ড্রেসিংরুমে শাহরুখের সামনে শপথ বাক্য পাঠ করেছিল কেকেআর। সেখানে রিঙ্কুকে সবার আগে এগিয়ে দিয়েছিলেন কিং খান।

আরও পড়ুন… বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

আসলে এই দলটার সঙ্গে বহু বছর আছেন রিঙ্কু। গত এক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ও তার দুর্দান্ত ছন্দ। এবার সেটা কেকেআর জার্সিতে প্রমাণ করছেন। শাহরুখ খান আনন্দিত হবেনই। তবে একটা ব্যাপার নিশ্চিত। পরের বছর থেকে কেকেআরে রিংকুর পেমেন্ট বাড়ছে তাতে সন্দেহ নেই। এছাড়া শাহরুখ অধিনায়ক নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আয়ারের দিলখোলা প্রশংসা করেছেন।

ইবাংলা/এইচআর/১০ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us