দুই কর্মচারী নিয়ে রাজধানীর একটি গাড়ি সারানোর গ্যারেজ চালান কোরবান। পৈত্রিক সূত্রে পাওয়া এই গ্যারেজটির নাম লাল বাত্তি! কোরবানের বাবার আমলে এটির বেশ নাম-ডাক থাকলেও ছেলের বদৌলতে সেই গ্যারেজের বর্তমান পরিস্থিতি ‘লাল বাত্তি’ জ্বলে ওঠার মতোই!
এই গ্যারেজে গাড়ি ঠিক করাতে যান নিশি। যথারীতি ঠিক করতে গিয়ে তার গাড়ির ভালো ইঞ্জিন নষ্ট করে ফেলে কোরবান মিস্ত্রি! মূলত কোরবান ও নিশির গল্পটা শুরু হয় এখান থেকেই। ঘটতে থাকে একের পর এক বিস্ময়কর ঘটনা।
আরও পড়ুন: সেনাবাহিনীর আকার বাড়াচ্ছে রাশিয়া
এমন গল্প নিয়ে জুবায়ের ইবনে বকর নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘লাল বাত্তি’। এতে কোরবান মিস্ত্রির চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর আর নিশি চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি।
সিএমভির ব্যানারে নির্মিত এই নাটক প্রসঙ্গে হিমি বলেন, ‘যথারীতি মজার আরেকটি গল্পে কাজ করলাম। গ্যারেজের গল্প। ফলে কাজ করতে গিয়ে প্রচুর কালি লেগেছে গায়ে। কিন্তু কাজটি আমরা আনন্দ নিয়ে করেছি। আশা করছি, দর্শকরা নতুন কিছু পাবেন।’
আরও পড়ুন: যে দুই আমলে রোজাদারের গুনাহ মাফ হয়
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদুল ফিতরের বিশেষ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.