প্রকল্পে পরামর্শকের আধিক্য কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকল্পে বেশি পরামর্শক না নেওয়ার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন দেওয়া বেস্ট প্রকল্পে একজনের বেশি না নেওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Islami Bank

আরও পড়ুন… পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন

এ ছাড়া শিশু পরিবারের শিশুদের কারিগরি শিক্ষার ফাস্টট্র্যাক হিসেবে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বর্তমান রেমিট্যান্স বেড়ে যাওয়ার উল্লাসিত না হয়ে সতর্ক হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। কেননা ঈদের কারণে রেমিট্যান্স বাড়লেও ঈদে কমে যেতে পারে। তবে আবার কোরবানী ঈদে বাড়বে।

মঙ্গলবার (১১ এপ্রিল)  শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় ১৩ হাজার ৬৫৫ কোটি ৮৮ লাখ টাকার ব্যয়সম্বলিত ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

one pherma

সমুদ্রের নীল অর্থনীতি কাব্যে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অপর একটি প্রকল্প বিষয়ে প্রধানমন্ত্রী বলেন এখন থেকে আর সুইস গেট বানানো যাবে না। তবে যেখানে বন্যার কারণে রাস্তাঘাট ভেঙে গেছে সেখানে যেন কালভার্ট করা হয়। পানির চাপ যেন বাধাগ্রস্ত না হয়।

আরও পড়ুন… প্রতি কেজি রাসায়নিক সারের দাম ৫ টাকা বাড়লো

পরিবেশ উন্নয়নসহ ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৬৫৫ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে৩ হাজার ১২৯ কোটি ৮৭ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১০ হাজার ৫২৬ কোটি ১১ লাখ টাকা ব্যয় করা হবে।

ইবাংলা/এইচআর/১১ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us