টেকনাফে ১ কেজি আইস ও ইয়াবা জব্দ

ইবাংলা ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) সহ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। এ সময় ২০ কেজি কারেন্ট জাল এবং ১টি কাঠের নৌকা উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Islami Bank

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আরও পড়ুন… পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন

one pherma

তিনি জানান, সোমবার রাতে টেকনাফের ন্যাচারী পার্ক নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়।

রাত ১২টার দিকে দুই ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে জালের ভিতরে অভিনব কায়দায় লুকানো ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি কারেন্ট জালসহ কাঠের নৌকাটি জব্দ করা হয়।

ইবাংলা/এইচআর/১১ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us