টাঙ্গাইলে কৃষদের সাথে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন মতবিনিময় সভা

হাবিবুর রহমান, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কুড়াগাছা ব্লকে গঠিত গ্রুপের উপকার ভোগী কৃষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কুড়াগাছা গ্রামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।

Islami Bank

আরও পড়ুন… টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবেশে বাসে ডাকাতি

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ির সরেজমিন পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. তাজুল ইসলাম পাটোয়ারী।
এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইলের উপ পরিচালক আহসানুল বাসার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, অতিরিক্ত উপ পরিচালক শস্য সাজ্জাদ হোসেন তালুকদার, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার, তাজমি নূর রাত্রী,  উপ-সহকারি কৃষি কর্মকর্তা তাপস কুমার পাল, মাজেদুর রহমান, কৃষক আলমগীর হোসেন ও কম্পোস্ট চাষী জেসমিন আক্তার প্রমুখ।

one pherma

আরও পড়ুন… চিকিৎসা সেবায় নতুন দিগন্ত শুরু মধুপুর হাসপাতালে

এর আগে কুড়াগাছা গ্রামের বিষমুক্ত বেগুন, করল্লা, ঢেড়স, পটলসহ বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। পরে এই গ্রামের সফল কৃষক আলমগীর হোসেন গঠিত কৃষি মডেল গ্রামের বিভিন্ন কম্পোনেন্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। মত বিনিময় সভায় কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা, কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/এইচআর/১২ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us