নুসরাত ফারিয়া গরীবের নোরা ফাতেহি!

তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুইবাংলার জনপ্রিয় তিনি অভিনয় ও ফ্যাশন সচেতনতার মাধ্যমে। বিশেষ করে তিনি সাধারণত পোশাকের ক্ষেত্রে বলিউডকে অনুসরণ করেন। যদিও এতে করে নেট-দুনিয়ায় ট্রলের শিকার হন এ নায়িকা। দিনকে দিন তিনি ট্রলের সমার্থক হয়ে উঠছেন।

Islami Bank

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন নুরুন নাহার

এই যেমন ফারিয়া তার প্রকাশিতব্য ‘বুঝি না তো তাই’ গানের মিউজিক ভিডিওর একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। খোলামেলা পোশাকেই দেখা যাচ্ছে তাকে, যেমনটা বলিউডের নায়িকাদের দেখা যায়।

ফারিয়ার এই ছবির নিচে নেটিজেনরা নানারকম ব্যাঙ্গাত্মক কথা লিখছেন। বেশিরভাগের মতে, তিনি নোরা ফাতেহিকে নকল করেছেন। তেমন একজন লিখেছেন, নুসরাত ফারিয়া গরীবের নোরা ফাতেহি।

one pherma

আরও পড়ুন: ঈদ ও পহেলা বৈশাখে নাশকতার কোনো হুমকি নেই

কেউ কেউ তো তাকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন। এ রকম অনেক নেকিবাচক মন্তব্যে ভরে গেছে মন্তব্যের ঘর। অবশ্য এতে নুসরাত ফারিয়ার কোনো মন্তব্য করেননি। বরং তিনি তার মতো করেই এগিয়ে যাচ্ছেন নিজ গতিতে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us