চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ইবাংলা ডেস্কঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Islami Bank

আরও পড়ুন… আলীকদমে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী ছেড়ে যাওয়া একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ অপর চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। বাসটি নেত্রকোনা জেলা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে এসেছিল। চলে যাওয়ার পথে আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রাজ্জাক জানান, যাত্রীবাহী বাসটি শহরের দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম- বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন এবং আহত হন দুজন।

one pherma

আরও পড়ুন… ঈদ ও পহেলা বৈশাখে নাশকতার কোনো হুমকি নেই

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ইবাংলা/এইচআর/১৩ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us