বোমা ফেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত, বন্ধ হল শুটিং

বিনোদন ডেস্কঃ

কন্নড় ছবি ‘কেডি’র শুটিং সেটে বোমা ফেটে আহত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বেঙ্গালুরুর আশেপাশেই চলছিল এই ছবির শুটিং। শুটিং চলাকালীন আচমকাই বোমা ফাটে। সূত্রের খবর অভিনেতার হাতে কনুইয়ে ও মুখে চোট লেগেছে। বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং।’কেডি’ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রেম।

Islami Bank

আরও পড়ুন… মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম শর্ট ফিল্ম

‘কেডি’ ছবির মাধ্যমেই হলিউড ছবির বাইরে সর্বভারতীয় স্তরে আর একবার পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। ফাইভমাস্টার রবি বর্মা ছবিটির জন্য একটি ফাইট সিকুয়েন্স শ্যুট করছিলেন। বেঙ্গালুরুর মাগাদি রোডে শুটিং চলছিল। প্রসঙ্গত, ‘কেজিএফ ২’ এরপর সঞ্জয় দত্ত কন্নড় ছবি ‘কেডি’তে অ্যাকশন হিরো ধ্রুব সারজার বিপরীতে একটি খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। শুটিং চলাকালীনই সেটে ফেটে যায় বোমা। সঞ্জয় আহত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং।

one pherma

প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা বলে জানা গেছে। তিনি পুরোপুরি সুস্থ না হলে পুনরায় ছবির শুটিং শুরু হবে না। ১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি হয়েছে ‘কেডি’ ছবির চিত্রনাট্য।

ইবাংলা/এইচআর/১৩ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us