সুদানের দারফুর অঞ্চলে সংঘর্ষে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্কঃ

সুদানের দারফুর অঞ্চলে আরব ও অনারব গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে। এছাড়া সংঘর্ষে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দেয়াসহ হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। একজন কর্মকর্তা বুধবার জানান, পশ্চিম দারফুরের রাজধানী জেনেইনা থেকে ১৮৫ কিলোমিটার দূরে ফোরো বারাংগা শহরে আরব উপজাতি গ্রুপ ও মাসালিত অনারব গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

Islami Bank

আরও পড়ুন… সামরিক শক্তিতে ইরানের সমকক্ষ নয় ইসরাইল

ফোরো বারাংগা কমিউনিটি কাউন্সিলের মোহাম্মদ হোসেইন তিমান বলেছেন, উভয়পক্ষে নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। শনিবার এ সংঘর্ষ শুরু বলে তিনি জানিয়েছেন। এ সহিংসতার কারনে পশ্চিম দারফুরে কর্তৃপক্ষ রাত্রিকালিন কারফিউ এবং মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে।

one pherma

তিনি আরো বলেছেন, গত কয়েকদিনে নিরাপত্তা বাহিনীকে সেখানে পাঠানো হয়েছে। বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। ওসিএইচএ আরো বলেছে, গতবছর সুদানে এ ধরনের সংঘর্ষে প্রায় ৯শ লোক নিহত এবং প্রায় তিনলাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইবাংলা/এইচআর/১৩ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us