মহারাষ্ট্র রাজ্যে বাস খাদে পড়ে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুরনো মুম্বাই-পুনে মহাসড়কের একটি যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে রাইগাদ জেলার খপোলিতে এ দুর্ঘটনা ঘটে। খপোলি শহরটি মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

পুলিশ জানিয়েছে, ট্র্যাডিশনাল সংগীতশিল্পীদের একটি দলকে নিয়ে দুর্ঘটনার শিকার প্রাইভেট বাসটি পুনে থেকে মুম্বাই যাচ্ছিল। ভোর ৪টা ৫০ মিনিটে হাইওয়ে থেকে শিংরোবা মন্দিরের কাছে একটি খাদে বাসটি পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন… জাপানের প্রধানমন্ত্রী কিশিদাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাসটি মুম্বাইয়ের গোরেগাওয়ের বাজি প্রভু বাদক গোষ্ঠীর সদস্যদের বহন করে নিয়ে আসছিল। পুনে জেলায় অনুষ্ঠান করার পর তারা গোরেগাওয়ে ফিরছিলেন। এ দুর্ঘটনায় ১২ জন নিহত ও আরও ২৭ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী খপোলি রুরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশের একটি দল ও একটি ট্রেকার গ্রুপ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ইবাংলা/এইচআর/১৫ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us