এবার ইমরানের সঙ্গে দীঘির রোমান্স

সিনোমর পাশাপাশি বেশ ক’টি একক গানে জুটি বেঁধেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা। তাদের কণ্ঠে ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারেবারে’ গানগুলো ইতিমধ্যেই শ্রোতামহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবার এই জুটি প্রকাশ করতে যাচ্ছেন তাদের নতুন গান। শিরোনাম ‘চেখে চোখে’। গানের ভিডিওতে চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে।

Islami Bank

আরও পড়ুন: আমি তো দেখতে বাবার মতোই হয়ে যাচ্ছি

প্রথমবারের মতো এই জুটির গানের মডেল হিসেবে পাওয়া যাবে এই চিত্রনায়িকাকে। যেখানে গায়ক ইমরানের সঙ্গে রোমান্সে মাতবেন নায়িকা দীঘি। ‘চোখে চোখে’ গানের সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর কথা লিখেছেন পিযুষ। গানের মিউজিক ভিডিও পরিচালনায় আছেন শাহরিয়ার পলক।

one pherma

গানটি প্রসঙ্গে পূজা বলেন, ‘নতুন এই গানের জন্য বেশ কিছুদিন থেকেই পরিকল্পনা করছিলাম। ইমরানের সঙ্গে আমার অনেকগুলো গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন এই গানটিও সেই ভাবনা থেকেই গাওয়া। আর গানের দীঘির উপস্থিতিও সবার নজর কাড়বে।’

শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখলেও দীঘি এখন তিনি চিত্রনায়িকা। সিনেমার পাশাপাশি তিনি ইতিমধ্যেই কাজ করেছেন বিজ্ঞাপন ও বিভিন্ন গানের মডেল হিসেবে। কিছুদিন আগেই, তানজীব সারোয়ারের গানে মডেল হন দীঘি। গানের শিরোনাম ‘ভালো থাকার কারণ’।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us