আইপিএলে টানা পঞ্চম হার ‍দিল্লির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা পঞ্চম হার দেখল দিল্লি ক্যাপিটালস। এতে চলমান আসরে পয়েন্ট টেবিলের তলানীতেই রয়ে গেল ডেভিড ওয়ার্নারের দলটি।

Islami Bank

শনিবার এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এ ম্যাচে ২৩ রানে হেরেছে দিল্লি।

এদিন টস জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

এ ম্যাচেও ব্যাঙ্গালুরুর হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসি। এরপর দু’জনেই ভালো সূচনা এনে দেয় ব্যাঙ্গালুরুকে। ২৮ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৪২ রান। ১৬ বলে ২২ করে আউট হন ডু প্লেসি।

one pherma

তবে বিরাট কোহলি তুলে নেন দারুণ এক হাফসেঞ্চুরি। ৩৪ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫০ রান করেন ডানহাতি এই ব্যাটার।

এরপর মহিপাল লমরর ১৮ বলে ২৬ আর গ্লেন ম্যাক্সওয়েল ১৪ বলে ২৪ রানের দুটি ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দিয়ে যান। শেষদিকে শাহবাজ আহমেদ ১২ বলে করেন অপরাজিত ২০। এতে ১৭৪ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু।

দিল্লির মিচেল মার্শ আর কুলদ্বীপ যাদব নেন দুটি করে উইকেট।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us