উন্নত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নাই: নিখিল

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

Islami Bank

আজ শনিবার (১৫ এপ্রিল) ঢাকা-১৪ আসনের অন্তর্গত ১২ নং ওয়ার্ডের টোলারবাগ সমাজকল্যাণ সংগঠনের ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

নিখিল বলেন, গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়িয়েছে বিধায় জনগণ অপ্রতিরোধ্য উন্নয়নের সুফল ভোগ করছে। তাই আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার কোন বিকল্প নাই।

one pherma

প্রধান অতিথির বক্তব্যে নিখিল ১৫ আগষ্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনায় উপস্হিত সকলের নিকল দোয়া চেয়েছেন। সকল ষড়যন্ত্রের হাত থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আদলে ড্রোন তৈরি করছে ভারত

টোলারবাগ সমাজকল্যাণ সমিতির সভাপতি রফিক সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন- ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আগাঁ খান মিন্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোবাশ্বের হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনাম, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ১২ নং ওয়ার্ড এর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ মুরাদ হোসেন, ১০ নং ওয়ার্ড এর কাউন্সিলর আবু তাহেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us