কুমিল্লায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

ইবাংলা ডেস্কঃ

কুমিল্লা জেলার নাঙ্গলকোটের হাসানপুরে একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনারবাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি দুমড়ে মুচড়ে গেছে।

Islami Bank

লাকসাম রেলওয়ের ইনচার্জ জসিমউদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

ইবাংলা/এইচআর/১৬ এপ্রিল ২০২৩

 

one pherma

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us