ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয়েছে এবারের ঈদযাত্রা

ইবাংলা ডেস্কঃ

কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে ট্রেনের ঈদ যাত্রা।সোমবার নির্ধারিত সময় সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।

Islami Bank

ধূমকেতু এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছাড়লেও বাকি ট্রেনগুলো কাছাকাছি সময়ে ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়েছে।

আরও পড়ুন… কারখানায় ইফতার খাওয়ার পর ৩ শ্রমিকের মৃত্যু

one pherma

এখন পর্যন্ত ছেড়ে যাওয়ার অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে— পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী, তিস্তা এক্সপ্রেস। এছাড়া মহানগর প্রভাতী ট্রেনটি সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এখনও ঢাকায় পৌঁছতে পারেনি। যার ফলে ৭টা ৪৫ মিনিটে ট্রেনটির শিডিউল থাকা সত্ত্বেও সেটি সাড়ে ৯টার দিকে সম্ভাব্য সিডিউল দেওয়া হয়েছে।

ইবাংলা/এইচআর/১৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us