চাঁদ রাতে আসছে জেমসের নতুন গান ‘সবই ভুল’

বিনোদন ডেস্কঃ

ঈদুল ফিতরের চাঁদ রাতে প্রকাশ পাচ্ছে নগরবাউল জেমসের নতুন গান ‘সবই ভুল’। জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে কথায় গানটির সুর করেছেন গায়ক নিজেই। বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্লাটফর্মে মুক্তি পাবে গানটি। গেল বছরে এই প্লাটফর্মের ব্যানারে দীর্ঘ দিন পর নতুন গানে কণ্ঠ দিয়েছিলেন জেমস।

Islami Bank

আরও পড়ুন… ভাবনার চিত্রকর্ম কিনলেন ফারিয়া

সোমবার (১৭ এপ্রিল) এক আয়োজনে জেমসের আসন্ন গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়।

নতুন এই গানটি প্রসঙ্গে মাহফুজ আনাম জেমস বলেন, প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। বসুন্ধরার আন্তরিকতা এবং কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।

one pherma

আরও পড়ুন… অবশেষে বাংলাদেশের মুক্তি পাচ্ছে ‘পাঠান’

প্রসঙ্গত, দীর্ঘ এক যুগ পর নগরবাউল খ্যাত জেমস ফিরেন গত রোজার ঈদে। এরপর একটি কনর্সাটেও তাকে দেখা যায়।

ইবাংলা/এইচআর/১৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us