ঈদুল ফিতরে টানা ১১ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

ইবাংলা ডেস্কঃ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে টানা ১১ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। মঙ্গলবার সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপ এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মতে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আরও পড়ুন…  ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় শ্বাশুরী-পুত্রবধু নিহত

২৯ এপ্রিল শনিবার থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারো পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়েও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত স্বাভাবিক থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ইবাংলা/এইচআর/১৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us