ইউক্রেনের খেরসন অঞ্চল পরিদর্শন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খেরসন অঞ্চল পরিদর্শন করেছেন। মঙ্গলবার ক্রেমলিন এ কথা জানিয়েছে। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার খেরসন অঞ্চলে ডিনিপ্রো সামরিক গ্রুপের সদর দফতর পরিদর্শন করেছেন।’

আরও পড়ুন…  সুদানে সেনা-মিলিশিয়ার সংঘাতে নিহত বেড়ে ২০০

তবে এই সফর কখন হয়েছিল তার বিশদ বিবরণ দেয়া হয়নি। এটি প্রথমবারের মতো পুতিনের খেরসন পরিদর্শন। আংশিকভাবে এই অঞ্চল রাশিয়ান বাহিনীর দখলে রয়েছে। মস্কো খেরসনকে গত বছর ইউক্রেনের অন্যান্য তিনটি অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।

পুতিন গত সেপ্টেম্বর দনেৎস্ক, খেরসন, ঝাপোরিঝঝিয়া ও লুহানস্ক দখল করে রাশিয়ার অংশ করে নেন। ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা এ উদ্যোগকে নাকচ করে জানিয়েছে, রাশিয়া এসব অঞ্চলের আংশিক দখল নিয়েছে মাত্র।

ইবাংলা/এইচআর/১৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us