চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টায় আগুন লাগে।

Islami Bank

ভিডিও ফুটেজে দেখা যায়, সেই আগুন থেকে বাঁচতে অনেকে বিল্ডিংয়ের সামনের অংশে ঝুলছেন। গণমাধ্যমটি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন… মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ হতে পারে ২২ এপ্রিল

one pherma

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হাসপাতালটির পূর্ব অংশে ভর্তি রোগীদের শাখায় আগুন লাগে। উদ্ধার কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতাল থেকে ৭১ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতের অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে হাসপাতালে আগুন লাগল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

বেইজিংয়ে সবশেষ ২০১৭ সালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল। ওই সময় রাজধানীর দক্ষিণ শহরতলির ড্যাক্সিং জেলায় একটি সঙ্কুচিত দ্বিতল ভবনে লাগা ভয়াবহ ওই আগুনে ১৯ জনের প্রাণহানি হয়েছিল।

ইবাংলা/এইচআর/১৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us