চারতলা ভবন ধসে পড়েছে চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে

ইবাংলা ডেস্কঃ

চট্টগ্রামের চাক্তাই রাজাখালীতে জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে ধ্বসে পড়েছে চারতলা ভবন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

Islami Bank

আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।

বুধবার রাত ১ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ভবনটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন… দেশের চার বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

one pherma

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম জানান, রাত সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।
রাত ২টার দিকে ভবনটি ধসে পড়ে।

বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইবাংলা/এমআরআর/১৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us