দেশের বিভিন্নস্থানে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

ইবংলা ডেস্ক নিউজ

দেশের চাঁদপুর, জামালপুর, শেরপুর, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্নস্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ পালিত হবে শনিবার অথবা রোববার।

কিন্তু গত কয়েকবছর থেকে কিছু ধর্মানুসারী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু ও ঈদ করে আসছেন। সকালে ঈদের নামাজের পর পারস্পরিক প্রীতিভোজসহ আনন্দ-উৎসবে অংশ নেন তারা।

আরও পড়ুন…শাওয়াল মাসের চাঁদ দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ১৫টি দেশ, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে শুক্রবার ঈদুল ফিতর পালিত হচ্ছে। বাকী দেশগুলোতে শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই উৎসব।

জামালপুর
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১৫ গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় পৌরসভার বলারদিয়া এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া মহাদান, পঞ্চপীর, বালিপাড়া, পাখাডুবি, হোসনাবাদ, বনগ্রাম, বাউসিসহ আরো ১৫টি গ্রামে আজ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন…পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত

পটুয়াখালী
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮টি গ্রামে প্রতি বছরের মত এবারও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার সকালে ঈদের নামাজ পড়েছেন তারা। উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, উত্তর পশুরবুনিয়া, রাজার বাজার, নিজ হাওলা, সেনের হাওলা, চর যমুনা, ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়া গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।

শেরপুর
শেরপুরের ৯টি গ্রামের বেশকিছু মানুষ ঈদুল ফিতর পালিত করছেন। শুক্রবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে পুরুষদের পাশাপাশি নারীরাও পর্দার আড়ালে থেকে ঈদের নামাজ আদায় করেন।

সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া, গোবিন্দনগর ছয় আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল ও শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম খামারবাড়িতে ঈদুল ফিতর পালিত হচ্ছে।

চাঁদপুর
রমজান শেষে চাঁদপুরের ৪০ গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ ৫ উপজেলার প্রায় ৪০টি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে।

আরও পড়ুন…ঈদ মৌসুমেও শ্রীমঙ্গলে পর্যটনে খড়া

লক্ষ্মীপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১০টি গ্রামের বেশকিছু মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় শুক্রবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।

ইবাংলা/ টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us