বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত

ডেস্ক নিউজ

চলতি সপ্তাহেই জনসংখ্যায় চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে ভারত। মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতিসংঘ এমন তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

Islami Bank

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছবে। অবশ্য এর আগেই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডিইএসএ) এক বিবৃতিতে জানিয়েছিল, চীন শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারাতে যাচ্ছে।

আরও পড়ুন…সুদানে সেনা-মিলিশিয়ার সংঘাতে নিহত বেড়ে ২০০

এ বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত। গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানায়, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে চীনের চেয়ে ২৯ লাখ বেশি।

one pherma

গত কয়েক বছর ধরে চীনে জন্মহার উল্লেখযোগ্য হারে কমেছে। ১৯৬১ সালের পর প্রথমবারের মত গত বছর দেশটির জনসংখ্যা আগের চেয়ে কমেছে। এই শতকের শেষ হওয়ার আগে চীনের জনসংখ্যা কমে ১০০ কোটির নিচে নামতে পরে। অবশ্য ভারতেও প্রজনন হার কমছে। ১৯৫০ সালে যেখানে প্রত্যেক নারী গড়ে ৫.৭টি শিশুর জন্ম দিতেন, এখন তা নেমে এসেছে ২.২টি শিশুতে।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের জনসংখ্যা ২০২২ সালের নভেম্বরে ৮০০ কোটির ঘর অতিক্রম করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির গতি এখন আর আগের মত দ্রুত নয়। ১৯৫০ সালের পর এখনই সবচেয়ে ধীর গতিতে বাড়ছে বিশ্বের জনসংখ্যা।

সূত্র: আরটিভি অনলাইন

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us