সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত

নিজস্ব প্রতিবেদকঃ

সাভারের আশুলিয়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

Islami Bank

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুজন হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিপন বর।

one pherma

আরও পড়ুন…ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার বাংলানিউজকে বলেন, বিকেল ৩টার দিকে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য থানা থেকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এসআই অপূর্বকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এএসআই রিপন বরের মুখে কয়েকটি সেলাই লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ইবাংলা / এম আর আর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us