ছয় বছর পর ‘প্রিয়তমা’র শুটিং করতে যাচ্ছেন শাকিব খান

বিনোদন প্রতিবেদকঃ

২০১৭ সালের নভেম্বরের কথা। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘প্রিয়তমা’ নামে একটি সিনেমার ঘোষণা দেয়া হয়। এরপর থেকে প্রায় প্রতিবছরই সিনেমাটি নিয়ে কথা হয়। কিন্তু ঘোষণার পর প্রায় ৬ বছরেও শুরু হয়নি এর কাজ। এবার নতুন করে আবারও জানা গেল শুটিংয়ের খবর।

Islami Bank

আরও পড়ুন… ভাবনার চিত্রকর্ম কিনলেন ফারিয়া

শাকিব খান ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবি দিয়ে ঈদুল ফিতরে সাড়া ফেলেছেন। আগামী ঈদের জন্য এখনই প্রস্তুত হচ্ছেন শাকিব খান। কোরবানি ঈদের জন্য একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো এই ‘প্রিয়তমা’ সিনেমাটি। ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ।

হিমেল আশরাফ না বললেও জানা গেছে, ছবিটিতে চমক হিসেবে থাকছেন এর অভিনেত্রী। অভিনেত্রী ঠিক করা হচ্ছে বলিউড থেকে। এটা সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।

one pherma

এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশ কিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

আরও পড়ুন… শাহরুখ-নয়নতারার ভিডিও ফাঁস

‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে।

ইবাংলা/এইচআর/২৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us