নাইক্ষ্যংছড়িতে উন্নয়ন কাজের উদ্ধোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি-

বান্দরবানের নাইক্ষংছড়িতে ২টি উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থ্যায়নে ৩ কোটি ৮৫ লাখ টাকার ব্যয়ে এ কাজের উদ্ধোধন করলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

Islami Bank

আরও পড়ুন… বান্দরবান সদর উপজেলায় দৃষ্টনন্দন মডেল মসজিদ

উদ্ধোধনকৃত কাজ গুলো  হচ্ছে  ৩ কোটি ২৫ লাখ টাকার ব্যয়ে চাকঢালা প্রধান সড়ক হতে চাক পাড়া পযন্ত রাস্তার নিমার্ণ ভিত্তি প্রস্তর স্থাপন ও চাক হেডম্যান পাড়া কালভার্টসহ ড্রেইন নিমার্ণ কাজের উদ্ধোধন, পড়ে পাবত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি- নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত চাক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে বলেছেন- পার্বত্য চট্টগ্রামে শান্তির পায়রা উড়ছে সর্বত্র।

 দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ পাহাড়ের সব নৃ-গোষ্টি শান্তিতে আছে। পাহাড়ি বাঙ্গালী  সম্প্রীতির বন্ধনে  বসবাস করছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলের চাক সমপ্রদায় আজ অনেক এগিয়ে। হয়ত চাকদের এ সম্মেলন হবে তাদের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সম্মলন। এতে তাদের নানা সুযোগ-সুবিধা, সমস্যা ও অধিকার নিয়ে তারা যা বলেছেন তার সবটুকুন ক্রমান্বয়ে পুরণ করা হবে।

one pherma

পার্বত্য মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রধামন্ত্রী বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার পাশাপাশি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন। পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে উন্নয়ন অব্যাহত রয়েছে, রাস্তা-ঘাট, ব্রিজ- কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান,  কর্মসংস্থনের  সুযোগ সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুন… বান্দরবানে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হল সাংগ্রাই

সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মজাম্মেল হক বাহাদুর, পাবত্য জেলা পরিষদ সদস্য কান্ধসঢ়ঞান জয় তংচঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী সদস্য আবু তাহের কোম্পানী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফি উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড নিবাহী প্রকৌশলী আবু বিন মো- ইয়াছির আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, মংছানু চাক, বাছাইচিং চাক,মাচা হ্লা চাক, শৈছালা চাক, ক্যউচিং চাক, চানো অং চাক, থোয়াই হ্লা চাক, খ্যইচিং অং চাক সহ প্রমুক। সম্মেলনে সভাপতিত্ব করেন চাক  সম্প্রদায়ের প্রথম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ক্যানু ওয়ান চাক।

ইবাংলা/এইচআর/২৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us