ফ্যাশন সেন্সের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী মালাইকা আরোরা। দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন এই অভিনেত্রী ও রিয়েলিটি শো টিভি ব্যক্তিত্ব। শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর একটি ইভেন্টে শো-স্টপার হিসাবে র্যাম্পে হাঁটেন মালাইকা। পালকের বিবরণ সহ একটি অসামান্য অফ-হোয়াইট বল গাউনে এ দিন শো-স্টপার ছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন… উরফি স্টাইলে আবেদনময়ী রূপে ধরা দিলেন জাহ্নবী
দুবাইয়ের অনুষ্ঠান থেকে মালাইকার একাধিক ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। অফ-হোয়াইট বল গাউনের সঙ্গে নিঁখুত মেকআপ এবং দুর্দান্ত চুলে ধরা দিয়েছেন অভিনেত্রী।
দুবাই ইভেন্টে মালাইকার র্যাম্পে হাঁটার একটি ভিডিও একটি পাপারাজ্জো পেজে শেয়ার করা হয়েছে। কে বলবে বয়স ৫০ ছুঁই ছুঁই! ভিডিও পোস্টে এক নেটিজেনের মন্তব্য, ‘অত্যাশ্চর্য… বয়সটা তার জন্য একটা সংখ্যা মাত্র..’। অপর একজনের মন্তব্য, ‘যে যাই বলুক, দুর্দান্ত দেখাচ্ছে’। অপর একজন ব্যক্তি লিখেছেন, ‘যেন পুরো বার্বি ডল’।
ইবাংলা/এইচআর/২৮ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.