ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ, ফিরছে প্রাণ

ইবাংলা ডেস্কঃ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ঈদের ছুটির পর অফিস-আদালত খুলে যাওয়ায় রাজধানীতে প্রাণ ফিরতে শুরু করেছে। পরিবার নিয়ে গ্রামে ঈদ কাটিয়ে হাসিমুখে মানুষ কর্মস্থলে ফিরছেন। ফাঁকা ঢাকা ফের সরগরম হতে শুরু করেছে।

Islami Bank

ঈদের ছুটি শেষ করে ঢাকা ফেরা সেলিম জানান, ঈদের চার দিন আগেই গ্রামে গিয়েছিলেন তিনি। ফিরলেন আজ। কাজের প্রয়োজনে ঢাকায় থাকেন। গ্রামের পরিবারের সঙ্গে ঈদ করতে কর্মবিরতি ছিল এতদিন।

আরও পড়ুন… ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক

সেলিম রাজধানীতে নামার মিনিট পনেরো পরে পৌঁছেছেন আকবর হোসেন। ফিরলেন কুড়িগ্রাম থেকে। আলাপকালে আকবর জানান, রাজধানীর রায়েরবাজার এলাকায় তার ইলেকট্রনিক পণ্যের দোকান। ঈদের তিন দিন আগে গ্রামে গিয়েছিলেন। ফিরলেন লম্বা ছুটি কাটিয়ে।

ঢাকায় ফিরেই কর্মস্থলে যোগ দিতে হবে, তাই দাঁড়ানোর ফুরসত নেই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শহিদুল ইসলামের। গাবতলী ব্রিজের সামনে আন্তঃজেলা বাস থেকে নেমেই সিএনজি চালিত অটোরিকশার খোঁজ করছেন তিনি।

one pherma

শহিদুল ইসলামের স্ত্রী বলেন, আমাদের বাসা পান্থপথ। শ্বশুরবাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। তাড়াতাড়ি বাসায় যেতে হবে। উনি (স্বামী) অফিসে যাবেন। পরিবহন শ্রমিক শফিকুল, ইলিয়াস এবং মিরাজও ফিরেছেন সকাল সাড়ে ৭টায়। একই সময়ে নগরে প্রবেশ করেছেন গার্মেন্টস কর্মী আলেয়া, মাসুমা ও সিরাজ।

আরও পড়ুন… পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

এদিন সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় শতশত মানুষের আগমন দেখা গেছে। রাজধানীর ‘প্রাণ’ যাদের বলা হয়, সেই পেশাজীবী ও শ্রমজীবীদের ঢল ছিল সকাল থেকেই। যাদের বেশিরভাগই আজই কর্মস্থলে যোগ দেবেন। তাই ফিরেছেন সকাল সকাল। কেউ ফিরেছেন একাই, কেউ পরিবার নিয়ে, কেউবা দলবেঁধে।

ইবাংলা/এইচআর/২৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us