সংবিধান নিয়ে বিএনপি-জাতীয় পার্টি ফুটবল খেলেছে

ইবাংলা ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি স্বৈরাচার আমলে অনেক ফুটবল খেলেছেন। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। শনিবার (২৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় কথা এ কথা বলেন তিনি।

Islami Bank

আরও পড়ুন… চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

এ সময় আইনমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বিএনপি তাদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে। সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের বিচার করতে পারবে না বলেও আইন পাশ করেছিলেন খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান। সেটিই আইনের শাসন মনে করে বিএনপি। আর আমরা মনে করি যেখানে আইন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যেভাবে লেখা আছে, সেভাবেই জনগণকে মেনে চলতে হবে, আমরা মনে করি সেটিই আইনের সুশাসন।

আনিসুল হক বলেন, এখন দেশে হত্যার বিচার হয় না, এমন কথা কেউ বলতে পারবে না। বিএনপি যেখানে জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নেই। তাদের মুখে আবার আইনের শাসনের কথা। তিনি বলেন, এই যে কথা বলতে পারছি, কথা বলতে পারাটাই গণতন্ত্র।

one pherma

আরও পড়ুন… দেশের ৭৯ কেন্দ্রে হবে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান

১৯৭৫ সালের ১৫ আগস্টের ওই দিনটিকে স্মরণ করে দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আওয়ামী লীগের আমলে আইনের বইতে, যা লেখা আছে জনগণকে তা পালন করতে হয়, সরকার সেটি পালন করে, আর সেটি হলো আইনের সুশাসন। আর যারা বলে দেশে আইনের শাসন নেই, পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইনের শাসন মানে কি, আসলে সেটিই বিএনপি জানে না।

ইবাংলা/এইচআর/২৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us