প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, গুজব রটালে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদকঃ

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা এ বিষয়ে গুজব রটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৯ এপ্রিল) ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Islami Bank

আরও পড়ুন… বিলুপ্তির ১৪ দিনেও ঘোষণা হয়নি বরগুনা জেলা বিএনপি

তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার ব্যাপারে গবেষণার দরকার রয়েছে। সরকার এ বিষয়ে আলোচনা করছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী এ সময় তরুণ প্রজন্মকে পড়াশুনার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। এ ছাড়া সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

one pherma

আরও পড়ুন… টায়ারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে, রেল যোগাযোগ স্বাভাবিক

সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট এ কলেজটি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। কলেজের শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা দেন। এর আগে মন্ত্রী ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

ইবাংলা/এইচআর/২৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us