টেক্সাসে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়িতে ঢুকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে হিউস্টনের উত্তরে সান জাকিন্টো কাউন্টির ছোট্ট শহর ক্লিভল্যান্ডে এ ঘটনা ঘটে। টেক্সাস পুলিশ বলছে, নিহতরা সবাই হন্ডুরাসের বাসিন্দা এবং তাদের মধ্যে ৮ বছরের একটি শিশুও রয়েছে।

আরও পড়ুন… শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

তাদের ধারণা, একজন মাত্র ব্যক্তিই তার পাঁচ প্রতিবেশীকে হত্যা করেছে। কাছাকাছি একটি আধা-স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে অনুশীলন করার সময় এ নিয়ে বাক-বিতণ্ডা হলে তিনি ওই ঘটনা ঘটায়।

এদিকে, ফ্রান্সিসকো ওরোপেজ (৩৮) নামের সন্দেহভাজন ব্যক্তিটি মেক্সিকান বলে ধারণা করছে পুলিশ। তিনি এখনও পলাতক এবং সশস্ত্র বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে পাঁচ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন… পার্বত্য শান্তিচুক্তি অগ্রগতিকে স্বাগত জানাল জাতিসংঘ

সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে পুলিশ প্রশিক্ষিত কুকুর এবং একটি ড্রোন ব্যবহার করছে। যে কি না কাছাকাছি থাকা জঙ্গলে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। শেরিফের কার্যালয় জানিয়েছে, তারা শনিবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টার দিকে এ সংক্রান্ত একটি কল পান।

ইবাংলা/এইচআর/৩০ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us