মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলো তুরস্ক

রাশিয়ার কাছ থেকে তুরস্কের কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আঙ্কারা।

Islami Bank

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রোববার স্থানীয় এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান। তবে যুক্তরাষ্ট্র কবে এ প্রস্তাব দিয়েছে তা উল্লেখ করেনি তুরস্ক।

তিনি বলেন, ওয়াশিংটন তুরস্কের সিদ্ধান্ত নেয়ার সার্বভৌম ক্ষমতায় অনধিকার চর্চা করতে চেয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে।

আরও পড়ুন>> ইসিতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করল জাপা

চাভুসওগ্লু বলেন, তারা যে প্রস্তাব দিয়েছিল তা ছিল আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা বলেছিল, এস-৪০০ আমাদের দিয়ে দাও যাতে আমরা তা অন্য কোথাও মোতায়েন করতে পারি। যদি আমরা তাদের কথায় কান দিতাম তাহলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোথায় থাকত?

one pherma

এরপর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ইউক্রেনের কাছে এস-৪০০ পাঠানোর অনুরোধ করেছিল। আমরা তাদের না বলে দিয়েছি।

এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, তুরস্ককে ইউক্রেনের কাছে এস-৪০০ সরবরাহ করতে রাজি করাতে ওয়াশিংটন আঙ্কারার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।

কিন্তু তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ককে বিপদে ফেলতে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এভাবে প্রত্যাহার করতে চায় না আঙ্কারা। সূত্র: ডেইলি সাবাহ

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us