ভক্তের প্রস্তাব গ্রহণ করলেন অরিজিৎ

অরিজিৎ সিংয়ের কনসার্ট ঘিরে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। তার গান শুনতে মৌমাছির মতো ভিড় করেন ভক্তরা। গায়কও ভক্তদের ভালোবাসতে কার্পণ্য করেন না। স্টারডম ভুলে মিশে যান তাদের সঙ্গে। এমনই এক দৃশ্য রচিত হলো ভারতের মহারাষ্ট্রের অওরঙ্গবাদে লাইভ কনসার্টে। শো চলাকালীন ভক্তের প্রস্তাব গ্রহণ করলেন অরিজিৎ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

Islami Bank

কনসার্ট চলাকালীন অনুরাগীদের কাছে এসে কথা বলেন অরিজিৎ, তাদের সঙ্গে হাত মেলান। আর তখনই প্রিয় গায়ককে তাদের থেকে পপকর্ন খাওয়ার প্রস্তাব দেন এক অনুরাগী। অরিজিৎ তাকে ফেরাননি। তার হাত থেকে কাগজের পপকর্ন বক্স নিয়ে মঞ্চে দাঁড়িয়েই পপকর্ন খেতে দেখা যায় গায়ককে।

প্রিয় গায়কের সামনে পেয়ে তখন অনুরাগীরা উচ্ছ্বসিত। পপকর্ন খেয়ে সেই বক্স ফিরিয়ে দিয়ে আবারও গান গাইতে শুরু করেন অরিজিৎ। মুহূর্তটা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘রবিবার রাতের কনসার্টে অনুরাগীদের পাগলামি ছিল চূড়ান্ত।’

one pherma

এই কনসার্টেই নারী ভক্তের দ্বারা হেনস্তার শিকার হন অরিজিৎ। গিটার হাতে গান গাইছিলেন অরিজিৎ। গাইতে গাইতে মঞ্চের কিনারায় এসে প্রতিটি কনসার্টের মতো ভক্তদের সঙ্গে হাত মেলান তিনি। এমনই সময়ে এক ভক্ত হাত ধরে টানাটানি শুরু করেন। আর তাতেই পেশিতে প্রবল ব্যথা পান গায়ক। সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন অরিজিৎ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us