টিসিবির জন্য তেল-চিনি কিনবে সরকার

সিঙ্গাপুর ও ভারত থেকে টিসিবির জন্য ২১৫ কোটি ১০ লাখ টাকার সয়াবিন তেল ও চিনি কিনতে যাচ্ছে সরকার।

Islami Bank

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মঙ্গলবার (৯ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এরমধ্যে ভারত থেকে লিটারপ্রতি ১৪৬ টাকা ১০ পয়সা দরে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

আরও পড়ুন>> শান্তর পর সাজঘরে হৃদয়, চাপে বাংলাদেশ

one pherma

এ ছাড়া সিঙ্গাপুর থেকে কেজিপ্রতি ৮২ টাকা ৯৪ পয়সা দরে ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার ১২ হাজার ৫০০ টন চিনি কিনবে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চিনি এবং একই মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে তেল কেনার সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us