পল্লবীতে নিজ জমিতে স্থাপনা নির্মাণে বাধা ও ভাঙচুর, ৫০ লাখ টাকা চাঁদা দাবি

রাজধানীর পল্লবীতে জমির দখল বুঝে নেয়ার পর বাউন্ডারি করার সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Islami Bank

স্থানীয়রা জানান, দখলদারদের সাথে আপোষ ও মামলা নিষ্পত্তি করার পর নিজের জমির চারপাশে বাউন্ডারি দিচ্ছিলেন পল্লবীর ১০ নম্বর সেকশনের স্থানীয় বাসিন্দা শাহনায়াজ। এসময় বিহারি নেতা মোস্তাক আহমেদের ছেলে আতিক আহমেদ রাজু, পল্লবীর ১০ নম্বর মুসলিম ক্যাম্পের মাদক ব্যবসায়ী চেতুয়া সনু, নান্টু, ফখরুলসহ প্রায় ৬০ থেকে ৭০ জনের একটা সন্ত্রাসী দল প্লটে হামলা চালায় ও নির্মিত স্থাপনা ভেঙে দেয়।

আরও পড়ুন>> আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার

one pherma

পরে প্লটের মালিক তাদের সাথে কথা বললে, তারা জানায় তাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় এই জমিতে কোনো কিছু নির্মাণ করা যাবে না। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের দিয়ে হয়রানি করানোরও হুমকি দেয় সন্ত্রাসী রাজু।

এ বিষয়ে ভুক্তভোগী ও জমির মালিক শাহনাওয়াজ জানান, আমার জায়গায় যিনি দখলে ছিলেন তার সাথে আপোষ করে জায়গাটার দখল আমি বুঝে নিয়েছি। এখানে কেউ টাকা চাইতে আসবে কেন? আমি তাদের এক পয়সাও দেব না। আমি থানায় আসছি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us