বাঙলা কলেজ স্টুডেন্ট এসোসিয়েশন অব ফেনীর (বাকসেফ) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কলা অনুষদের ২০১৮-১৯সেশনের শিক্ষার্থী নাঈম উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিবিএ অনুষদের২০১৮-১৯সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম।
শনিবার (১৩মে) বিকেলে পরিষদের উপদেষ্টাদের এক সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন>>>অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হয়ে ধেয়ে আসছে মোখা
কমিটির অন্যরা হলেন—সহসভাপতি পদে মহি উদ্দিন রাজু, সাঈদ আহম্মদ, শরীফ রনি, আজাহার রনি, আবু তৈয়ব আজাদ, শাহাদাত হোসেন লিমন, বশির আহমেদ, নাসিম হোসাইন চৌধুরী, আহমেদ রায়হান, ইমাম ভূইয়া, মো: সাখাওয়াত হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক তুহিন, শারমিন আহমেদ ফারিন, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সালমান ইবনে কবির, আরিফুল হক অতুল, আরিয়ান ইসলাম আসিফ, সাঈদ সিয়াম।
সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আফাজ উদ্দিন, আয়েশা আক্তার, আফিয়া মাহমুদ আনিকা, তানিয়া আফরোজ, জান্নাতুল ফেরদৌস আমেনা, শাহরিয়ার শুভ, আহসান পাবেল, আমজাদ হোসাইন। প্রচার সম্পাদক পদে মো: মোস্তফা আল ফারুক মজুমদার। প্রচার বিষয়ক উপ-সম্পাদক সায়মা আলম। দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন শামীম। দপ্তর বিষয়ক উপ-সম্পাদক আতাউর রহমান। ক্রীড়া সম্পাদক আবু আহাম্মদ সোহাগ। ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক আশরাফ আহমেদ।
অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ। অর্থ বিষয়ক উপ-সম্পাদক আশরাফ আহমেদ। ছাত্রী সম্পাদক রামিজা হোসেন। ছাত্রী বিষয়ক উপ-সম্পাদক আনিকা হায়দার। আপ্যায়ন সম্পাদক ইশতিয়াক মাহমুদ সামির। আপ্যায়ন বিষয়ক উপ-সম্পাদক তাহসীন তারান্নুম অর্পি। ধর্ম সম্পাদক আব্দুল বাকী রাকাত মোল্লা।
ধর্ম বিষয়ক উপ-সম্পাদক নাঈম মাহমুদ নোবেল। সহ সম্পাদক পদে ইস্রাফিল হোসেন নয়ম, আসিফ মাহমুদ, তৌহিদুল ইসলাম অপু, আফলাতুর রাহাত ও তানভীর হায়দায় এবং সদস্য পদে মাহমুদুল হাসান, সাখাওয়াত হোসেন সাকিব, আহাম্মেদ সিফাত ও নুরুল আনোয়ার আরমানকে মনোনীত করা হয়েছে।
আরও পড়ুন>>>‘মোখা’র প্রভাবে তলিয়ে যাবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন
“আমরা ফেনীর আমাদের ক্যাম্পাস সহ ঢাকাস্থ সকল ফেনী বাসির জন্য সর্বদা কাজ করার প্রচেষ্টা অব্যাহত রাখবো যত টুকু আমাদের সম্ভব হয়”- কমিটির নবনির্বাচিত সভাপতি নাঈম উদ্দিন”।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন,” বাকসেফ পরিবারের প্রত্যেক সদস্যের ভালোবাসাকে কাজে লাগিয়ে এবং বাকসেফের প্রতি তাদের নিজস্ব মতামত ও চিন্তা-ধারাকে প্রাধান্য দিয়ে আমাদের প্রাণের সংগঠন বাকসেফকে এগিয়ে নিয়ে যেতে চাই”।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.