পোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি

রাশিয়ার সাথে বিরোধে পোপ ফ্রান্সিসের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার কিছু নেই।

Islami Bank

জেলেনস্কি শনিবার রোমে ভ্রমণের সময় ইতালীয় মিডিয়ার সঙ্গে কথা বলেন। সেখানে তিনি ক্যাথলিক ধর্মগুরু এবং সিনিয়র ইতালীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। পোপ বারবার কিয়েভ এবং মস্কোর মধ্যে মধ্যস্থতার জন্য তার সাহায্যের প্রস্তাব দিয়েছেন। খবর স্পুত্নিকের

পোপের বিষয়ে জেলেনস্কি বলেন, ‘তার পবিত্রতার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ব্যাপারটি হলো, আমাদের মধ্যস্থতাকারীদের কোনো প্রয়োজন নেই। আমাদের অবশ্যই একটি কর্মপরিকল্পনা তৈরি করতে হবে যা ইউক্রেনে একটি ন্যায্য শান্তি নিশ্চিত করবে।’

পোপ ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ভ্যাটিকানে এবং পল সিক্স অডিয়েন্স হলে তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান।

আরও পড়ুন>> পুরান ঢাকায় খাবার হোটেলে আগুন

এদিকে ইউক্রেনের জেনারেলরা এই মাসে যুদ্ধক্ষেত্রে বড় কয়েকটি বিজয়ের দাবি করেছেন। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়ার আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতিক্ষিত পাল্টা আক্রমণ এখনো শুরু হয়নি।

one pherma

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার বলেছেন, তিনি দেশের ফৌজদারি এবং আইন প্রয়োগ ব্যবস্থা সংস্কারের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন; যা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের জন্য অপরিহার্য। খবর ভয়েস অব আমেরিকার

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া সম্ভবত ইউক্রেনে যুদ্ধের জন্য নিয়োগকৃত ব্যক্তিদের মধ্যে ১০ হাজার বন্দিকে যুক্ত করেছে।

ইউক্রেন ১২মে বাখমুতে কিছু অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে। তাদের বাহিনী দোনেৎস্ক অঞ্চলের এই শহরের নিয়ন্ত্রণের জন্য রুশ সৈন্যদের সাথে লড়াই করেছে। কিয়েভের দীর্ঘ-প্রত্যাশিত পাল্টা আক্রমণের প্রস্তুতি কালে, এই শহর ছিলো মস্কোর আক্রমণের কেন্দ্রবিদু।

ব্রিটেন ইউক্রেনে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিলে, পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনের প্রস্তুতি ১১ মে গুরুত্বপূর্ণ মোড় নেয়। এগুলো, কিয়েভকে যুদ্ধরেখার অনেক পেছনে রুশ সৈন্যদের ওপার আঘাত হানার সক্ষমতা দিয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us