নোয়াখালীতে পাওয়ার টিলার চাপায় শিশুর মৃত্যু
নিহত শিশু আরমান হোসেন রাসেল (৯) জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধান ভাঙ্গার পাওয়ার টিলার শ্যালো মেশিনে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাওয়ার টিলার চালক মো.ইউনুছ হোসেন (২৬) গুরুত্বর আহত হয়।
আরও পড়ুন>>মোখা ঝুঁকিমুক্ত বাংলাদেশ, মূল আঘাত মিয়ানমারে
নিহত শিশু আরমান হোসেন রাসেল (৯) জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজুনতলা ইউনিয়নের চর বাতানিয়া এলাকার বাসিন্দা টিপু পাওয়ার টিলার শ্যালো মেশিনে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙ্গিয়ে জীবিকা নির্বাহ করে। শনিবার বিকেলের দিকে সে উত্তর মানিকপুর এলাকায় ধান ভাঙ্গতে যায়।
তখন রাস্তায় কয়েকজন শিশু তার চলন্ত পাওয়ার টিলারের পিছু নেয় এবং একাধিক শিশু পাওয়ার টিলারের পিছনে ধরে ঝুলতে চেষ্টা করে। ওই সময় সে শিশুদের নিৃবত করতে গাড়ির পিছনে থাকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলার উল্টে রাস্তার বাহিরে চলে গেলে রাসেল নামে এক শিশু চাপা পড়ে হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন>>উপকূল অতিক্রম শুরু করেছে মোখা
ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরো বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
ইবাংলা/ বায়েজীদ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.