মঙ্গলবার (১৬ মে) ভোরে দেশে আনা হবে ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য চিত্রনায়ক ফারুকের মরদেহ। সকাল ৭.৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইটে তার মরদেহ আসবে বলে রাইজিংবিডিকে জানান চিত্রনায়ক জায়েদ খান।
জায়েদ খান জানান, সকাল ৯টায় ফারুকের মরদেহ উত্তরা বাসায় নেয়া হবে। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বেলা ১১টায় নেয়া হবে জাতীয় শহীদ মিনারে। এরপর নেয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে; দুপুর ১.৩০ মিনিটে। সেখানে বাদ জোহর জানাজা সম্পন্ন করা হবে। বিকাল ৫টায় বাদ আসর গুলশান কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সন্ধ্যা ৭টায় গ্রামের বাড়ি কালিগঞ্জে তাকে দাফন করা হবে।
আরও তিন দেশ সফরের বিবরণ দিলেন প্রধানমন্ত্রীপড়ুন>>
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নায়ক ফারুক। এ হাসপাতালেই আজ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা যান চলচ্চিত্রের ‘মিয়া ভাই’খ্যাত এই নায়ক।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.