মোহাম্মদপুরের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

অবৈধ গ্যাস ব্যবহার ও বকেয়া বিলের কারণে রাজধানীর মোহাম্মদপুরের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Islami Bank

সোমবার (১৫ মে) রাতে তিতাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>> আ. লীগ থেকে স্থায়ী বহিষ্কার জাহাঙ্গীর

one pherma

এতে বলা হয়েছে, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বৈধ গ্রাহকগণের নিকট বিপুল পরিমাণ গ্যাস বিল বকেয়ার কারণে ১৫ মে তারিখ থেকে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, একতা হাউজিং এবং তুরাগ হাউজিং এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে কত সময় অবধি এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানায়নি তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us