আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৩১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Islami Bank

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন রোগীদের ২৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং পাঁচজন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন>> রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার, যা বলছে যুক্তরাষ্ট্র

one pherma

এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৭৫ জন ঢাকার এবং ২৫ জন রোগী ঢাকার বাইরে রয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ মে ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ২৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে এক হাজার ১৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us