তিন নিয়ম পরিবর্তন করলো আইসিসি
‘জেন্টালম্যান গেম’ খ্যাত ক্রিকেটের নিজস্ব নিয়ামবলি আইসিসি দ্বারা অনুমোদিত। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ক্রীড়াঙ্গন ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত ক্রিকেটের নিয়ম পরিবর্তন হচ্ছে। ‘জেন্টালম্যান গেম’ খ্যাত ক্রিকেটের নিজস্ব নিয়ামবলি আইসিসি দ্বারা অনুমোদিত। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আরও পড়ুন>> ‘শেখ হাসিনা এসেছিলেন বলেই গণতন্ত্র ফিরে এসেছিল’
এখন থেকে সব ধরনের ক্রিকেটে যে নিয়মগুলো পরিবর্তন হয়েছে:
সফট সিগন্যালের নিয়ম: আম্পায়ারদের আর সফট সিগন্যাল দিতে হবে না। যা তৃতীয় আম্পায়ারের কাছে কোনও রিভিউ নেওয়ার আগে দেওয়া হয়। মূলত কোনও ক্যাচ নেওয়ার আগেই বল মাটিতে পড়ে গিয়েছে কিনা, সেই সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে অনফিল্ড আম্পায়ার সফট সিগন্যাল দেন। সেই বিষয়টি নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। তাই আইসিসি সেই নিয়ম থেকে সরে এসেছে।
হেলমেটের নিয়ম: এবার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ক্ষেত্রে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। যেখানে প্রবল ঝুঁকির সম্ভাবনা থাকে। প্রথমত, যখন ফাস্ট বোলারদের মুখোমুখি হবেন ব্যাটাররা।
দ্বিতীয়ত, যখন স্টাম্পের কাছে দাঁড়িয়ে থাকবেন উইকেটকিপাররা। তৃতীয়ত, উইকেটের কাছে ব্যাটারদের আশপাশে দাঁড়িয়ে থাকলে ফিল্ডারদের হেলমেট পরে থাকতে হবে।
ফ্রি-হিটে রান: ফ্রি-হিটে স্টাম্পে বল লাগার বল যে রান হবে, সেটা সংশ্লিষ্ট দলের রান হিসেবে বিবেচিত হবে। যেমন ফ্রি-হিটে অন্যান্য ক্ষেত্রে রান হয়, সেরকমই হবে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ফ্রি-হিটে বিরাট কোহলির ‘বোল্ড’ হওয়ার পর যে বিতর্ক তৈরি হয়েছিল, তারপর নিয়মটা এখন একেবারে স্পষ্ট করা হল।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.