রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৯

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

Islami Bank

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ মে) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৬১ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ৬৯২ পিস ইয়াবা, দেশিমদ ৩৭৫ মিলিলিটার ও ৬ কেজি ১২৫ গ্রাম ২০০ পুরিয়া গাঁজাসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

one pherma

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us